ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আদাবরে ছাত্রলীগ নেতা খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীর আদাবরে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মশিউর রহমান মশু ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে তার ওপর হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন রাতে ওই এলাকা দিয়ে মোটর সাইকেলে ফিরছিলেন মশু। এ সময় কয়েকজন তার গতিরোধ করে রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়।

পরিদর্শক আমিনুল বলেন, খবর পেয়ে পুলিশ মশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি