আদালতের পথে খালেদা জিয়া
প্রকাশিত : ১১:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:০৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন। আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। ছয় আসামির মধ্যে এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এদিন বেলা পৌনে ১২টার দিকে আদালতের উদ্দেশে নিজ বাসভবন "ফিরোজা" থেকে বের হন খালেদা। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে তার বাসায় প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম জিয়ার গাড়ি বহরের সাথে আছেন তিনি। এছাড়াও আছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
পুরো গাড়ি বহর যেন নিরাপদ আদালত চত্ত্বরে পৌছতে পারে তার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। গাড়ি বহর আদালতে না পৌছানো পর্যন্ত বহরের আশেপাশের সড়কগুলোতে সীমিত রাখা হয়েছে যানবাহন চলাচল।
গত ২৫ জানুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এসএ/
আরও পড়ুন