ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

আদালতে খালেদার উপস্থিতিতে যুক্তিতর্ক শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৫৫, ৪ জানুয়ারি ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান।

তার পরই মামলার কার্যক্রম শুরু করেন বিশেষ জজ ড. আখতারুজ্জামান। শুরুতেই খালেদা জিয়ার পক্ষে সপ্তম দিনের মতো যুক্তিতর্ক শুরু করেন তার আইনজীবী।


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন আসামি। তারেক রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়াসহ চারজন আসামি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি