ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আদালত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিল অনেক প্রতিকূলতা ও রক্তচক্ষু উপেক্ষা করে

প্রকাশিত : ১৮:৩৯, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩৯, ১৫ আগস্ট ২০১৬

অনেক প্রতিকূলতা ও রক্তচক্ষু উপেক্ষা করে আদালত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিল বলে জানালেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা । সোমবার সকালে সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয় শোক দিবসের এক কর্মসূচিতে একথা বলেন তিনি। প্রধান বিচারপতি আরো বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের বিষয়টি বহাল রেখে বিচারবিভাগই বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রশস্ত করেছিল। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে বিচারবিভাগ কখনই পিছপা হয়নি। যেখানে অন্যায় দেখেছে সেখানেই হস্তক্ষেপ করেছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান প্রধান বিচারপতি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি