ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আধুনিক নগরী গড়বে সবুজ ধারা সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২৬ নভেম্বর ২০২০ | আপডেট: ২১:০৫, ২৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর ‘দ্য ক্যাফে রিও’তে গতকাল বুহস্পতিবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক আবাসন নগরী গড়ার প্রত্যায় ব্যাক্ত করেছে ‘সবুজ ধারা সিটি’। 

সাউথ এশিয়ান হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আকলিমা নাসরিন লাইজু বলেন, ‘আমরা দেখেছি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন হল আশ্রয়। আর সেই আশ্রয়টুকু যেন নির্ভাবনার এবং আধুনিকভাবে হয়। মানুষের সেই লক্ষ্যকে শতভাগ বাস্তবায়নের প্রত্যয় নিয়েই আমাদের পথচলা। 

সকলেই দোয়া করবেন যেন আমরা আপনাদের আবসান নিয়ে দুশ্চিন্তার সমস্ত কারণগুলিকে দুরে সরিয়ে আপনাদের চাহিদার সবটুকু দিয়ে সাজিয়ে দিতে পারি আপনার স্বপ্নের আশ্রয়স্থলকে’।

অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন সাউথ এশিয়ান হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ. বি. এম কায়কোবাদ, এক্সিকিউটিভ ডিরেক্টর এম. এ. হালিম, ল্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর মো. শাহজাহান হাওলাদার, বিজনেস ল্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর  এ. কে. এম আলম, চেয়ারম্যান ‘সবুজ ধারা সিটি’ মো. মোকলেছুর রহমান। 

এছাড়াও অন্যান্য কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত গ্রাহকবৃন্দ। এসময় ‘সবুজ ধারা সিটির’ সম্মানিত গ্রাহক দিদারুল ইসলামকে সংবর্ধনা ও মূল্যবান উপহার প্রদান করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি