আনন্দমেলায় সম্মিলিত কণ্ঠে রবি ঠাকুরের গান
প্রকাশিত : ১০:৩০, ১১ আগস্ট ২০১৮
বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, বালাম, কনা, কোনাল। কেউ-ই রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন। তবে মাঝে মাঝে ভালো লাগা, অথবা ভক্তদের অনুরোধে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। কিন্তু এই প্রথম কোনো অনুষ্ঠানে তারা সম্মিলিতভাবে গাইলেন রবি ঠাকুরের কালজয়ী গান ‘আনন্দালোকে মঙ্গলালোকে’।
বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানে আনন্দমেলায় তাদের কণ্ঠে বিশ্বকবির এই গানটি শোনা যাবে। গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। সঙ্গীতায়োজন ছাড়াও শিল্পীদের সঙ্গে কণ্ঠও মিলিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার বিটিভিতে গানের দৃশ্যধারণ করা হয়েছে। ভিন্ন আঙ্গিকের কম্পোজিশনে রবীন্দ্রসঙ্গীত শুনতে দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন সঙ্গীতায়োজন ও শিল্পীদের প্রত্যেকেই।
ঈদের দিন রাতে বিটিভিতে আনন্দমেলা অনুষ্ঠানটি প্রচার হবে।
এসএ/