আনসার আল ইসলামের অর্থদাতা গ্রেপ্তার
প্রকাশিত : ২১:৩৯, ১ জুন ২০১৮
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অর্থদাতা ও সহায়তাকারী মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনা জোনাল টিম। রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশকিছু জিহাদী বইসহ মিরপুরের পল্লবী থেকে মাহদী হাসান ওরফে বাবু (২৮) কে গ্রেপ্তার করা হয়। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সমর্থক, সহায়তাকারী ও অর্থদাতা। সেসময় তার হেফাজত হতে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন বই, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়
ডিবি সূত্রের বরাত দিয়ে সুমন জানান, মাহদী রাজধানীর বিভিন্ন এলাকায় জিহাদী গোপন বৈঠকে অংশ গ্রহণ করতো এবং নিজে জিহাদী গোপন বৈঠকের আয়োজন করে বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য ও জিহাদ সংক্রান্ত বিষয়ে বক্তব্য দিতো।
সে ধর্মীয় শিক্ষার আড়ালে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সমর্থক। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনে অর্থায়ন ও সহায়তা করে আসছিল। এ বিষয়ে পল্লবী থানায় মামলা করা হয়েছে।
এসি
আরও পড়ুন