ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আনিসুল হকের কাছ থেকে কেউ খালি হাতে ফিরেননি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:০৬, ২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক একজন দানশীল ব্যক্তি ছিলেন। সব সময় এলাকার গরিব মানুষের কাছে ছুটে যেতেন। তার কাছ থেকে কেউ খালি হাতে ফিরেননি। আনিসুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তার চাচাতো ভাই সাইফুল গণি চৌধুরী।

তিনি জানান, আনিসুল হক নিজ এলাকায় ‘শরীফ রৌশন কল্যাণ ট্রাস্ট’ গঠন করে কবিরহাট সরকারি কলেজ, কবিরহাট মডেল স্কুল, কবিরহাট সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেন। দীর্ঘদিন ধরে এলাকার গরিব নারীদের এই ট্রাস্টের মাধ্যমে অর্থ দিচ্ছিলেন। অবস্থা অনুযায়ী পাঁচ হাজার, দশ হাজার, পনের হাজার টাকা করে অর্থ প্রদান করতেন। তাছাড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিনও দান করতেন। কৃষকদের দিতেন সেচ মেশিন। এভাবেই সুখ-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন তিনি।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি শীত মৌসুমে তিনি কমপক্ষে দুই ট্রাক সোয়েটার-কম্বল বিতরণ করতেন। এলাকাবাসীর দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শুনতেন। এলাকার কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে উভয় পক্ষকে খুশি রেখেই চমৎকার উপায়ে তা সমাধান করে দিতেন।

উল্লেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হককে আজ শনিবার বিকালে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

/ডিডি/ টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি