ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আনুশকাদের পারিবারিক পুরোহিত ইতালিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পাওলির বিয়ে শেষে বলিউড ইন্ডাস্ট্রি সরগম বিরাট-আনুশকার বিয়ে নিয়ে। জল্পনা শুরু হয়েছে ইতালিতে কি বিয়ে করতেই গেছেন বলিউ অভিনেত্রী আনুশকা শর্মা! শুক্রবার দিনভর এটি নিয়ে সরগম ছিল বলিউড ইন্ডাস্ট্রি। সেই জল্পনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন আনুশকাদের পারিবারিক পুরোহিত।

আনুশকাদের পারিবারিক পুরোহিত মহারাজ অনন্ত বাবা আনুশকার পরিবারের সঙ্গে শুক্রবার ইতালি গিয়েছেন। অন্য দিকে দিল্লি বিমানবন্দর থেকে পরিবারসহ ইতালি উড়ে গিয়েছেন বিরাটও। পুরোহিতকে সঙ্গে নিয়ে যাওয়ায় এই জুটির বিয়ের জল্পনা আরও দৃঢ় হচ্ছে।

চলতি বছরের গোড়ায় উত্তরাখণ্ডে অনন্ত বাবার সঙ্গে দেখা করেছিলেন বিরাট-আনুশকা। তখনও তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে।

শোনা যাচ্ছে, ৯ ডিসেম্বর থেকেই বিরাট-আনুশকার প্রি-ওয়েডিং পার্টি শুরু হবে। এরপর ১১ বা ১২ ডিসেম্বর হবে আসল বিয়ের অনুষ্ঠান। যদিও আনুশকার মুখপাত্র দিন দু’য়েক আগেই বিয়ের খবরকে গুজব বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন।

সূত্র : আনন্দবাজার

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি