আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয়
প্রকাশিত : ১৯:০৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/07-2502081303.jpg)
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয় ৫-১ গোলে হারিয়ে দিয়েছে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজকে। ফাইনালে খেলা দুই দলই উঠে গেছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।
খেলার শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ময়মনসিংহ মহাবিদ্যালয়। একতরফা প্রাধান্য দেখিয়ে ম্যাচটা জিতে নেয় তারা। চ্যাম্পিয়ন দলের পক্ষে হ্যাটট্রিক করেন জুয়েল। একটি করে গোল করেন আসাদ ও সাগর। আলতাফ গোলন্দাজ ডিক্রি কলেজের পক্ষে সান্তনা সূচক একমাত্র গোলটি করেন মোক্তাদির।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, বিশেষ অতিথি ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
ফাইনাল খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সর্বোচ্চ গোলদাতা আরাফাত, ফাইনালসেরা হন জুয়েল রানা এবং টুর্নামেন্টসেরা হন সাগর সরকার।
ফাইনাল খেলাটি উপভোগ করতে জড়ো হন অসংখ্য দর্শক। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত অনেকেই।
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্বাবধানে, বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের বাস্তবায়নে জেলা পর্যায়ে ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ মোট ৮টি দল নিয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্ট।
এসএস//