ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো আধুনিক লাগেজ ভ্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩

কৃষিজ পণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের জন্য আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো আধুনিক লাগেজ ভ্যান। সর্বনিম্ন ১ টাকা ৪৬ পয়সা থেকে সর্বোচ্চ ৩ টাকা ১২ পয়সা কেজি প্রতি ভাড়ায় দেশের বিভিন্ন প্রান্তে মিলবে এই পরিবহন সুবিধা।

রোববার সকালে কমলাপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

রেলমন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে প্রচুর শাক-সবজি, মৌসুমি ফল, ফুল এবং অন্যান্য পচনশীল দ্রব্য যেমন– মাছ, মাংস, দুগ্ধ ও দুগ্ধজাত খাবার উৎপাদিত হয়। নির্ধারিত আন্তঃনগর ট্রেনের লাগেজ ভ্যানের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্য সহজে বাজারজাত করতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। 

অপরদিকে ব্যবসায়ীরা দেশের শহরগুলোতে কৃষিজাত পণ্যগুলো সহজে সরবরাহ করতে পারবেন। ফলে দ্রব্য সহজলভ্য হবে এবং ন্যায্যমূল্যে পাওয়া যাবে। এ ট্রেন চালু হলে রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যা সার্বিকভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান রেলমন্ত্রী।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা জোরদারের লক্ষে ১২৫টি লাগেজ ভ্যান যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। 

প্রথম দফায় ১৬টি ট্রেন সংযুক্ত হলো, বাকিগুলো চলতি বছরের অক্টোবর ও ডিসেম্বর মাসে যোগ হবে পরিবহন সেবায়। এর ফলে যেমন দ্রব্যমূল্যের দাম কমবে একইসাথে রাজস্ব বাড়বে রেলওয়েরও, আশাবাদ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি