আন্তর্জাতিক নৌ মহাড়ায় যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ
প্রকাশিত : ১৬:১৫, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:১৫, ৫ এপ্রিল ২০১৬
ইন্দোনেশিয়ায় তিনটি আন্তর্জাতিক নৌ মহাড়ায় অংশ নিতে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস সমুদ্র অভিযান।
সোমবার জাহাজটিকে বিদায় জানান, সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মকবুল হোসেন, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম. আখতার হাবীব-সহ স্থানীয় নৌ কর্মকর্তারা। ৬ দিনব্যাপী এই সমরাস্ত্র প্রদর্শনী ও মহড়ায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের ২১টি যুদ্ধ জাহাজ অংশ নেবে। এতে বাংলাদেশ থেকে নৌ বাহিনীর কমডোর বশির উদ্দিনের নেতৃত্বে ৩৯ জন কর্মকর্তা-সহ ২০৩ জন নৌ সদস্য অংশ নেবেন।
আরও পড়ুন