ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে চিলির অনুশীলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১ জুন ২০১৭ | আপডেট: ১৪:০১, ১ জুন ২০১৭

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বরে থাকা চিলি।
৩ জুন সান্তিয়াগোতে প্রীতি ম্যাচে পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর বিপক্ষে লড়বে চিলি। এদিকে, ১৭ জুন থেকে শুরু হচ্ছে রাশিয়ায় ফিফা কনফেডারেশন্স কাপ। এরআগে, প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চায় আন্তোনিও পিজির শিষ্যরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে চিলির অবস্থান চার নম্বরে। আর ২০১২ সালে আফ্রিকান কাপ অফ নেশসনের ফাইনালিস্ট বুর্কিনা ফাসোর ফিফা র‌্যাঙ্কিংয়ে রয়েছে ৩৫ নম্বরে। নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের সাথে ২-২ গোলে ড্র করেছে বুর্কিনা ফাসো। আর বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ভেনেজ্যুয়েলাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে চিলি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি