ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

আন্দোলনকারীদের দাবির কাছে নতি স্বীকার ম্যাকরনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১১ ডিসেম্বর ২০১৮

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আন্দোলনকারীদের দাবির কাছে নতি স্বীকার করেছেন।তিনি নিম্ন আয়ের মানুষদের বেতন বাড়ানোর পাশাপাশি করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও বলেছেন, সামাজিক ও অর্থনৈতিকখাতে জরুরি সংস্কারগুলো আনার ব্যাপারে ‘কঠোর পদক্ষেপ’ নেবে তার সরকার।

ম্যাকরন গত সোমবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছেন,‘দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, যত শীঘ্রই সম্ভব জনগণের ওপর করের বোঝা কমানো হবে এবং সরকারি ব্যয় সংকোচন সামাজিক ও অর্থনৈতিকখাতে জরুরি সংস্কারগুলো সম্পন্ন করা হবে।

প্রেসিডেন্ট ম্যাকরন এও প্রতিশ্রুতি দেন যে, সীমিত আয়ের শ্রমিকদের ওপর থেকে করের বোঝা কমানো হবে এবং পেনশনভোগীদের ওপর আরোপিত কর বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হবে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, মাসিক বেতন কমপক্ষে ১০০ ইউরো বাড়ানো হবে এবং ওভারটাইমের ওপর কোনো কর বসানো হবে না।

ফ্রান্সের অর্থনৈতিক সংকট এবং জ্বালানীর ওপর কর বাড়ানোর প্রতিবাদে গত ১৭ নভেম্বর থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে সে আন্দোলন পুঁজিবাদ বিরোধী ‘হলুদ জ্যাকেট’ আন্দোলনে রূপ নেয়।

গত কয়েকদিন ধরে আন্দোলনকারীদের সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন সংঘর্ষ হয় যার ফলে অন্তত চারজন নিহত ও শত শত লোক আহত হয়।পুলিশ হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি