আপত্তিকর মন্তব্যে মুকুট হারালেন মিস টার্কি
প্রকাশিত : ১০:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় নিহত `শহীদদের` রক্তকে নিজের মাসিকের রক্তের সঙ্গে তুলনা করে টুইট করায় সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট হারিয়েছেন মিস টার্কি। টুইটটি তিনি আগে করলেও, সেটি প্রকাশ্যে আসার পর তার শিরোপা কেড়ে নেওয়া হয়েছে। ১৮ বছর বয়সী এই তরুণীর নাম ইতির এসেন।
গত বছর তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টাকে ইঙ্গিত করে সোশাল মিডিয়াতে একটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি সেসময় নিহত ব্যক্তিদের রক্তকে নিজের পিরিয়ডের রক্তের সাথে তুলনা করেন।
সুন্দরী প্রতিযোগিতার আয়োজনকারীরা জানায়, টুইটটি কিছুতেই গ্রহণযোগ্য নয়। আর একারণে ‘২০১৭ সালের মিস টার্কি’ প্রতিযোগিতায় জয়ী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার বিজয়ের মুকুট কেড়ে নেওয়া হয়েছে।
ইন্সটাগ্রামে এসেন বলেছেন, তার এই বক্তব্যের পেছনে রাজনৈতিক কোন উদ্দেশ্য ছিলো না।
প্রসঙ্গত, ১৫ই জুলাই এর অভ্যুত্থান প্রচেষ্টার এক বছর পূর্তিতে ওই টুইটটি পোস্ট করা হয়েছিলো। সেনাবাহিনীর একাংশের ওই ব্যর্থ অভ্যুত্থানে ২৫০ জন বেসামরিক লোক নিহত হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ওই অভ্যুত্থান প্রচেষ্টা ঠেকাতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে `শহীদ` বলে উল্লেখ করেন।
এসেন সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আজ সকাল থেকে আমার পিরিয়ড শুরু হয়েছে। ১৫ই জুলাই এর শহীদ দিবস উপলক্ষে এই মাসিক। এই রক্তক্ষরণের মধ্য দিয়ে আমি দিনটি পালন করছি। আমার এই রক্ত আমাদের শহীদদের রক্তকে প্রতিনিধিত্ব করছে।’
সুন্দরী প্রতিযোগিতার আয়োজনকারীরা জানান, টুইটটি তাদের আগে চোখে পড়েনি। বিষয়টি যখন সবার নজরে আসে তখন তারা দীর্ঘ এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং পোস্টটির সত্যতা যাচাই করেন। এরপর এসেনের মুকুট কেড়ে নেওয়া হয়। আয়োজনকারীদের পক্ষ থেকে বলা হয়, এধরনের টুইট তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
অবশ্য এসেন সোশাল মিডিয়ায় তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আমি বলতে চাই এই পোস্ট শেয়ার করার পেছনে আমার রাজনৈতিক কোন উদ্দেশ্য ছিলো না। আমি দেশ ও জাতির প্রতি শ্রদ্ধা জানানোর শিক্ষা নিয়েই বড় হয়েছিঅ
এর ফলে এই প্রতিযোগিতায় যিনি রানার আপ হয়েছেন সেই আসলি সুমেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন।
সূত্র : বিবিসি।
/আর/এআর
আরও পড়ুন