আপনারা দখল করবেন, আমরা কি ললিপপ খাব: মমতা
প্রকাশিত : ২১:২৮, ৯ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক এক সদস্য বলেছিলেন, ৪ দিনে কলকাতা দখল করে নেবো। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, চট্টগ্রাম দখলে নিলে বাংলা-বিহার-উড়িষ্যা ফেরত দিতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে বিকৃত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক প্রতিক্রিয়া বলেছেন, আপনারা বাংলা, বিহার এবং উড়িষ্যা দখল করবেন, আর আমরা ললিপপ খাব? এমনটা ভুলেও ভাববেন না।
সোমবার (৯ ডিসেস্বর) বিধানসভায় বক্তব্যে তিনি হুংকার দিয়ে বললেন, ‘পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো জায়গা দখলের ক্ষমতা বাংলাদেশের নেই।’ বাংলাদেশের রাজনীতি নিয়ে তার কোনো মাথাব্যথা নেই বলেও জানিয়েছেন।
মমতা বলেন, আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাদের রাজ্য সরকারের নীতি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো।
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের দিকে ইঙ্গিত করে মমতা বলেন, আমরা আশাবাদী সচিব গিয়েছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে।
তিনি আরও ব্বলেন, আমি প্রত্যেকের কাছে আবেদন করব, এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটিই আমাদের অনুরোধ।
এর আগে গত ২ ডিসেম্বর বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েনে নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাক।
এমবি
আরও পড়ুন