ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

‘আপার এতিম সন্তানরা এক মিনিটের জন্য হলেও দেখা দিয়েন’ হাসনাতের বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ১০ নভেম্বর ২০২৪ | আপডেট: ১২:৪৯, ১০ নভেম্বর ২০২৪

নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গণজমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তা প্রতিরোধে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে পোস্ট দিয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বলেছেন, ‘আপার এতিম সন্তানদের রাস্তাঘাটে দেখতে পান, তাদের আদর করে অতিযত্নে পুলিশের হাতে তুলে দিবেন।’

রোববার (১০ নভেম্বর) ফেসবুকের এক পোস্টে তিনি রাজধানীর জিরো পয়েন্টের গণজমায়েতে সবাইকে অংশ নেওয়া আহ্বান জানান। 

তিনি বলেন, ‘গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে নীতিগত মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদ নিধন কর্মসূচিতে আমরা সবাই একসাথে আছি।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। এ দেশের অফিস, আদালত, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রয়েছে তা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমাদের তা রক্ষা করতে হবে।’

‘আমরা সতর্ক থাকার চেষ্টা করব, যেন ফ্যাসিবাদের দোসর নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের ওপর দায় চাপাতে না পারে। কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে। যদি কোনো লীগ এবং আপার এতিম সন্তানদের রাস্তাঘাটে দেখতে পান, তাদের আদর করে অতি যত্নে পুলিশের হাতে তুলে দিবেন।’

হাসনাত আরও বলেন, ‘গত এক যুগের বেশি সময় ধরে আমরা শুনে আসছি, ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না’। প্লিজ আপানারা একটু দেখা দিন। আপনাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে আসবে। আপনারা একটু দেখা দেন। আপনাদেরকে আমরা একটু দেখতে চাই। আপনারা আজ একটা মিনিটের জন্য একটু দেখা দেন।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত বলেন, ‘প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দেন। আপা তোমাদেরকে এতিম করে চলে গেছেন। তোমরা কতদিন মনে হয় না খেয়ে আছ। কতদিন না জানি অবলারা রাস্তায় ঘুরাঘুরি করছে। তারা টেন্ডারবাজি করতে পারছে না। চাঁদাবাজি করতে পারছে না। ক্যান্টিনে খেতে পারছে না। তাদের আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি