ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আফগানদের গুড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২৮ সেপ্টেম্বর ২০১৭

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সাইফ হাসানের দল।


টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান দলপতি নাভেদ উল হক। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৮৪ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। পরে তৌহিদ ও মাহিদুল ইসলাম আকনের ব্যাটে ঘুরে দাড়াঁয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২২ রানের মাঝারি  স্কোর দাঁড় করে সাইফ হাসানের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন তৌহিদ হৃদয়। আর আকনের ব্যাট থেকে আসে ৩৫ রান। এছাড়া কাজী অনিক ২৭, পিনাক ২৩ ও অধিনায়ক সাইফ ২০ রান করেন।


     ২২৩ রানের টার্গেটে খেলতে নেমে কাজী অনিক ও নাইম হাসানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ১৪৫ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। কাজী অনিক ৪ টি ও নাঈম হাসান ৩ উইকেট পান।
এম/আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি