ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ২৩ সেপ্টেম্বর ২০১৮

আজ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। কিন্তু ম্যাচটা হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে মাশরাফি বাহিনীকে। তাই সব ভুলে আজ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটিতে জয়ের পণ পুরো দলের।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ তিন ওয়ানডের দুটিতেই হেরেছে টাইগাররা। কিন্তু টানা দুই হারের ধকল সামলে বাংলাদেশ প্রত্যয়ী ফাইনাল খেলতে।

এদিকে এশিয়া কাপের ফাইনাল খেলার আশা দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটি ম্যাচ সবকিছু বদলে দিতে পারে। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি আমাদের জন্য কঠিন। আশা করছি, আমরা ঘুরে দাঁড়াবো।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, সৌম্য সরকার/নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন/ আবু হায়দার রনি এবং মুস্তাফিজুর রহমান।

এমএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি