ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:৫৭, ২২ এপ্রিল ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৪ জন।

গত রোববার কাবুলের পশ্চিমাংশের দাশত-ই বার্চি এলাকায় একটি ভোট নিবন্ধন কেন্দ্রের বাইরে ভোটাররা যখন পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ওই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

জানা গেছে, কাবুলের ওই এলাকায় সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোকেরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এর আগেও আইএস বেশ কয়েকবার ওই হামলা চালিয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান, ওই ভোটার নিবন্ধন কেন্দ্রে পরিচয়পত্র বিতরণের সময় হেঁটে আসা এক ব্যক্তি তার সঙ্গে থাকা বোমায় বিস্ফোরণ ঘটায়।

বশির আহমদ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে অনেক নারীর সঙ্গে শিশুও ছিল। ওদের অনেকেই হামলায় মারা গেছেন।

আগামী অক্টোবরে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। এ লক্ষ্যে দেশটির বিভিন্ন জায়াগয় ভোটার রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

সূত্র: দ্য ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি