ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২১ জানুয়ারি ২০২৪

উত্তর আফগানিস্তানে যাত্রীবাহী একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা না গেলেও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, প্লেনটি উত্তর বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে।

প্রদেশটির তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মকর্তা জাবিহুল্লাহ আমিরি বলেন, কুরান-ওয়া-মুঞ্জান জেলার তোপখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে ও উদ্ধার তৎপরতার জন্য সেখানে একটি দল পাঠানো হয়েছে।

যদিও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্লেনটি ভারতের বলে দাবি করা হয়, তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি তাদের নয়।

অবশ্য কিছু কিছু গণমাধ্যম জানিয়েছে, এটি মরক্কোর প্লেন। 

সূত্র: এনডিটিভিআনাদোলু এজেন্সিইন্ডিয়া টিভি নিউজলাইভমিন্টহিন্দুস্তান টাইমস

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি