ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২২ আগস্ট ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর হঠাৎ করে সরে গেলে সেখানে যে শূণ্যতা তৈরি হবে সেটি পূরণ করবে সন্ত্রাসীরা। খবর বিবিসির।


তিনি বলেন, তাঁর প্রাথমিক ইচ্ছা ছিল আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরিয়ে নেয়া। কিন্তু পরে তিনি ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার মতো ভুল না করার সিদ্ধান্ত নেন।


তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা থাকবে এবং `জয়ের জন্য লড়াই` চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা আফগানিস্তানে জাতিরাষ্ট্র গঠনের সচেষ্টা। সেখানে সন্ত্রাসীদের হত্যা করছি।


স্থানীয় সময় সোমবার ফোর্ট মাইয়ার সেনা ঘাঁটি থেকে তিনি ওই ভাষণ দেন।সেনা ঘাঁটিতে দেয়া এই বক্তব্যে খুব বড় ঘোষণা আসবে বলা হলেও, আফগানিস্তানে মার্কিন কৌশলের বিস্তারিত কী হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।


তিনি বলেন, কিছু শর্তের ভিত্তিতে তারা কৌশল নির্ধারণ করবেন, তবে সেনা সরিয়ে নেয়ার কোনো সময়সীমা তিনি ঘোষণা করা হবে না। আমেরিকা আফগান সরকারের সঙ্গে কাজ করবে, দুই দেশের এ নিয়ে প্রতিশ্রুতি আছে। যতদূর অগ্রগতি হয় ততদূর কাজ করবো আমরা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি