আফগানিস্থানে সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১৪০
প্রকাশিত : ১৪:১৪, ২২ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:৪৬, ২২ এপ্রিল ২০১৭
আফগানিস্তান
আফগানিস্থানের মাজার-ই-শরীফ শহরের সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে।
সরকারের পক্ষ থেকে শতাধিক সেনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, জুমার নামাজের সময় সেনা ঘাঁটির মসজিদ ও ক্যান্টিন লক্ষ্য করে হামলা চালায় সামরিক পোশাক পরে আসা জঙ্গিরা। বেশ কয়েক ঘণ্টা লড়াইয়ের পর অন্তত ১০ জঙ্গি নিহত হয়। অপর এক জঙ্গিকে আটক করা হয়েছে। ন্যাটোর নেতৃত্বাধীন সামরিক জোট, মাজার-ই-শরীফের এই ঘাঁটিটিতে আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার জন্য বেশ কিছু সামরিক উপদেষ্টা মোতায়েন করেছিলো।
আরও পড়ুন