আফ্রিকান নেশন্স কাপের দ্বিতীয় রাউন্ডে মিশর
প্রকাশিত : ১৬:০৭, ২৭ জুন ২০১৯
এবারের আফ্রিকান নেশন্স কাপে মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ পেলেন নিজের প্রথম গোল। জালের দেখা পেয়েছেন আহমেদ এলমোহামাদীও। এতে ‘এ’ গ্রুপের ম্যাচে ডিআর কঙ্গোকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিকরা।
মিশরের কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মোহাম্মদ সালাহ-এর দলের বিপক্ষে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় কঙ্গো। এরপরও গোলের জন্য ২৫ মিনিট অপেক্ষা করতে হয় মিশরকে।
ম্যাচের ২৫তম মিনিটে আহমেদ এলমোহামাদীর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আসে দ্বিতীয় গোল। ম্যাচের ৪৩তম মিনিটে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ-এর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর।
বিরতির পর ব্যবধান আর বাড়েনি। ফলে এই লিড ধরে রেখে পরের রাউন্ড নিশ্চিত করে স্বাগতিকরা।