ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফ্রিকায় ৮৯ ক্যারেটের বিরল হলুদ হিরার সন্ধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিরল হলুদ হিরার সন্ধান পাওয়া গেছে। ৮৯ ক্যারেটের হিরাটির বাজারমূল্য অন্তত ১ কোটি পাউন্ড। এটি সম্প্রতি পাওয়া গেছে আফ্রিকার লেসোথোর মোথায়ের খনি থেকে।

জানা গেছে, লুকাপা নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে মোথায়ে কিম্বেরলাইট এলাকায় খননকাজ শুরু করে লেসোথো সরকার। শুরুতেই ধরা দেয় সাফল্য।

সম্প্রতি খনি মুখের কাছে ২৫ ক্যারেট ওজনের হলুদ হিরার সন্ধান পাওয়া গিয়েছিল। এবার দক্ষিণ-পূর্ব জোনে ৮৯ ক্যারেট ওজনের এই হলুদ হিরার সন্ধান পাওয়া গেল। হিরাটির ৭০ শতাংশের অংশিদার লুকাপা নামে ওই বেসরকারি সংস্থাটি। বাকি ৩০ শতাংশ সরকারের। প্রসঙ্গত, ১৯৬৬ সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা অর্জন করে লেসোথো।

উল্লেখ্য, হিরার খনির দেশ হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকা। ১৯০৫ সালে সেদেশে ৩,১০৬ ক্যারেট ওজনের খনিজ হিরে খুঁজে পান স্যার থমাস কাল্লিনাম। সেটি কাটিং করে দু`টি হিরে পাওয়া যায়। সেগুলো এখন ব্রিটিশ রাজমুকুটে স্থান পাচ্ছে। সূত্র : ডেইলি মেইল / এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি