ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আফ্রিদিকে ‘বুম বুম’ উপাধি কার দেওয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২৮ আগস্ট ২০১৮

শহীদ আফ্রিদি। পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার। তিনি মাঠে থাকলে বোলাররা স্নায়ুচাপে ভোগেন। মার মার কাট কাট খেলতে পছন্দ করেন। ওয়ানডেতে প্রথম সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড তাঁরই। ৩৭ বলে করেছিলেন সেঞ্চুরি। তখন টি-টোয়েন্টি ফরমেটের কথা গুণাক্ষরেও কেউ চিন্তা করেনি।

আফ্রিদিকে‘বুম বুম’উপাধি দেওয়া হয়েছে। আক্রমণাত্মক ব্যাটিং করেই এই তকমা পেয়েছিলেন তিনি। এই তকমা দীর্ঘদিন গায়ে মেখেছিলেন আফ্রিদি। তিনি মাঠে নামলে দর্শকরা ‘বুম বুম’ বলে জয়োধ্বনি দিত। কে দিয়েছিল আফ্রিদিকে এই উপাধি?

এর জবান শোনা যাক আফ্রিদির জবানিতেই। টুইটারে আফ্রিদি জানান, ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ রবি শাস্ত্রী ‘বুম বুম’নামে প্রথম তাকে ডেকেছিলেন। মূলত এক সময়কার ওয়ানডে রেকর্ড ৩৭ বলে সেঞ্চুরি করার পরই এমন উপাধি দেয়া হয় তাকে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আফ্রিদি। ক্যারিয়ারে ৩৯৮ ওয়ানডের পাশাপাশি ২৭টি টেস্ট ও ৯৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফসেঞ্চুরিতে করেছিলেন ৮ হাজার ৬৪ রান।

পাঁচটি সেঞ্চুরিতে টেস্টে আফ্রিদির ব্যাট থেকে আসে এক হাজার ৭১৬ রান। আর টি-২০তে চারটি হাফসেঞ্চুরিসহ করেছেন এক হাজার ৪১৬ ‍রান।

সূত্র : ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি