ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবগারি শুল্ক হ্রাস করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১ জুলাই ২০১৭ | আপডেট: ২০:১০, ১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত এবং বাজেটে আবগারি শুল্ক হ্রাস করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
দুপুরে সংগঠনের কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম এ’সব কথা বলেন। তবে, মূসক ও সম্পূরক শুল্ক আইন-২০১২ সংশোধনের দাবি জানান তিনি। পাশাপাশি রপ্তানী পণ্যের ক্ষেত্রে উৎসে কর এক শতাংশের অর্ধেক করার দাবি জানান এফবিসিসিআই সভাপতি। এছাড়া, রাজস্ব আদায়ের ক্ষেত্রে হয়রানি বন্ধে এনবিআর ও এফবিসিসিআই’র যৌথ কমিটিরও প্রস্তাব করেন শফিউল ইসলাম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি