ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আবদুল্লাহ আল-মুতীর মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ৩০ নভেম্বর ২০১৯

বিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের আজকের এই দিনে মারা যান তিনি। এই জনপ্রিয় লেখক শিশু-কিশোর ও সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন।

এই প্রখ্যাত সাহিত্যিকের জন্ম ১৯৩০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জের ফুলবাড়ী গ্রামে।

ছাত্র জীবন থেকেই তাঁর লেখালেখির শুরু। বিজ্ঞানের জটিল ও অবোধ্য বিষয় গুলোকে সাধারণ মানুষের কাছে সহজ সরল করে তুলে ধরার ক্ষেত্রে আবদুল্লাহ আল মুতীর ক্ষমতা ছিল অতুলনীয়। বাংলা ভাষায় বিজ্ঞানসাহিত্য রচনায় আব্দুল্লাহ আল মুতীর ছিল নিজস্ব এক ভুবন। তাঁর প্রকাশিত শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থের সংখ্যা ২৭টি। ‘এসো বিজ্ঞানের রাজ্যে’, ‘অবাক পৃথিবী’, ‘আবিস্কারের নেশায়’ এমন বহু বিজ্ঞানবিষয়ক গ্রন্থ রয়েছে তার।

তিনি তার বর্ণাঢ্য জীবনে বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, গণশিক্ষামূলক সাহিত্যের ইউনেস্কো পুরস্কার, বিজ্ঞানে শ্রেষ্ঠ কীর্তির জন্য ঋষিজ শিল্পীগোষ্ঠী পুরস্কার ও ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কারে ভূষিত হন। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন তিনি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি