ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আবরার হত্যা: বুয়েটের ২৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২২ নভেম্বর ২০১৯ | আপডেট: ০৮:৫৩, ২২ নভেম্বর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বুয়েটের বোর্ড অব রেসিডেন্ট অ্যান্ড ডিসিপ্লিন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

আজীবন বহিষ্কৃতরা হলেন- মেহেদী হাসান রবিন (১৫ ব্যাচ), মোহাম্মদ অনিক সরকার (১৫ ব্যাচ), ইফতি মোশারফ সকাল (১৬ ব্যাচ), মো. মনিরুজ্জামান মনির (১৬ ব্যাচ), মো. মেফতাহুল ইসলাম জিয়ন (১৫ ব্যাচ), মো. মুজাহিদুর রহমান (১৬ ব্যাচ), মেহেদী হাসান রাসেল (১৩ ব্যাচ), এহতেশামুল রাব্বি তানিম (১৭ ব্যাচ), খন্দকার তাবাককারুল ইসলাম তানভীর (১৬ ব্যাচ), মুনতাসির আল জেমি (১৭ ব্যাচ), এ এস এম নাজমুস সাদাত (১৭ ব্যাচ), মো. শামীম বিল্লাহ (১৭ ব্যাচ), মোর্শেদ অমর্ত্য ইসলাম (১৭ ব্যাচ), হোসাইন মোহাম্মদ তোহা (১৭ ব্যাচ), মুজতবা রাফিদ (১৬ ব্যাচ), মো. মিজানুর রহমান (১৬), মো. আশিকুল ইসলাম (১৬ ব্যাচ), এস এম মাহমুদ (১৪ ব্যাচ), ইশতিয়াক আহমেদ মুন্না (১৫ ব্যাচ), অমিত সাহা (১৬ ব্যাচ), মো. মাজেদুর রহমান (১৭ ব্যাচ), মো. শামসুল আরেফিন (১৭ ব্যাচ), মোয়াজ আবু হুরাইরা (১৭ ব্যাচ), মো. আকাশ হোসেন (১৬ ব্যাচ), মোরশেদ-উজ-জামান মন্ডল (১৬ ব্যাচ), মুহতাসিম ফুয়াদ (১৪ ব্যাচ)।

আর শাস্তিপ্রাপ্ত অন্য ৬ জন হলেন- আবু নওশাদ সাকিব (১৭ ব্যাচ), মো. সাইফুল ইসলাম (১৭ ব্যাচ), মোহাম্মদ গালিব গালিব (১৭ ব্যাচ), মো. শাওন মিয়া (১৭ ব্যাচ), সাখাওয়াত ইকবাল অভি (১৭ ব্যাচ), মো. ইসমাঈল (১৬ ব্যাচ)।

প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। প‌রে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তার সহপাঠীরা। সেখানে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি