ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

আবারও আরটিভিতে সিসিমপুর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২০ ডিসেম্বর ২০২৩

আবারও আরটিভিতে ফিরছে শিশুতোষ শিক্ষা ও বিনোদনমূলক জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুর। আসছে নতুন বছরের ৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি শনি, রবি এবং সোমবার বিকেল পাঁচটায় আরটিভিতে প্রচারিত হবে সিসিমপুর। যা মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার একই সময়ে পুনঃপ্রচারিত হবে। অর্থাৎ সপ্তাহে ছয়দিন বিকেল পাঁচটায় শিশুরা আরটিভির পর্দায় দেখতে পাবে সিসিমপুর। 

সম্প্রতি সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ডিস্ট্রিবিউশান পার্টনার ওয়াটারমার্ক এমসিএল-এর সাথে আরটিভি’র এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
 

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং ওয়াটারমার্ক এমসিএলের ব্যাবস্থাপনা পরিচালক পলাশ মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ তিন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে সিসিমপুর-এর সকল কার্যক্রম উন্নয়ন ও বাস্তবায়নে শুরু থেকে সহায়তা করে আসছে ইউএসএআইডি,বাংলাদেশ।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি