ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও খোলামেলা পোশাকে আলোচনায় রুনা খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

দেশর জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। খোলামেলা পোশাক, মেকাআপ ছাড়া লুক আর ওজন কমিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচিত এই অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের সুখবরও দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এরমধ্যে আবার সকল আলোচনাকে ছাপিয়ে গেল তার নতুন পরিচ্ছদের লুক।  নতুন আউটফিটে হাজির হয়েছেন তিনি। এরমধ্য দিয়ে খোলামেলা পোশাক পরে আবারও আলোচনায় এলেন রুনা খান।

৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন সবখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে সাদা গাউনে খোলামেলা লুকে ধরা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালেই সাদার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি।

ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি। যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান তিনি।

রুনা বলেন, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না; তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও সুন্দর, আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস।’

জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি