ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও ঝড় তুলেছেন কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আবারও ঝড় তুলেছেন কঙ্গনা। এবার ‘মেন্টাল হ্যায় ক্যা’-পোস্টারে ‘টপলেস’ হয়ে পোজ দিলেন এই বলিউড ‘কুইন’আর কঙ্গনার ওই পোস্টার দেখে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

সিনেমাতে টপলেস কঙ্গনার হাতে দেখা যাচ্ছে একটি সিগারেট। যা তিনি জিভে ছুঁইয়ে রেখেছেন। কঙ্গনার পাশাপাশি নতুন পোস্টারে দেখা যাচ্ছে রাজকুমার রাও-কে। যেখানে রাজকুমার রাওয়ের হাতের সিগারেট তাঁর কপালে ছোঁয়াতে দেখা যাচ্ছে। কঙ্গনা এবং রাজকুমার রাও-এর ওই পোস্টার প্রকাশ্যে আসতেই ‘বলিউড কুইন’-কে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

এদিকে ‘মেন্টাল হ্যায় ক্যা’র পোস্টার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একতা কাপুর। এরপরই একতার ওই সিনেমার পোস্টার ভাইরাল হয়ে যায়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি