ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আবারও ঢাকাই সিনেমায় ইন্দ্রনীল, নায়িকা মৌ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১০ সেপ্টেম্বর ২০১৮

ঢালিউডের নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। সিনেমার নাম ‘নন্দিনী’। সিনেমায় ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ নাজিরা মৌ। এটি পরিচালনা করছেন সোয়াইবুর রহমান রাসেল।

সিনেমাটি নির্মিত হচ্ছে বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই। চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন এই সিনেমা প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, ‘নন্দিনী সিনেমার গল্পের চিত্রনাট্য ও বাকি সবই আমার পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমি এর আগে কখনই অভিনয় করিনি। সেই সঙ্গে এটি একটি ভিন্ন রকমের ভালোবাসার গল্প। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি এমন ধরনের চরিত্রেই অভিনয় করতে পছন্দ করি যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।’

‘নন্দিনী’র গল্প নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় তাদের সঙ্গেই কাজ করেছি যাদের প্রতি আমার আস্থা রয়েছে। বেশির ভাগ সময় আমি পরিচালকের দৃষ্টিভঙ্গি ও চিত্রনাট্যের ওপর দৃঢ় থেকেছি, যদি সেটি কোনো উপন্যাস অবলম্বনে নির্মিত হয়, তবুও। এটি একটি ভিন্ন রকমের ভালোবাসার গল্প। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি এমন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি, যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।’

মৌ ও ইন্দ্রনীল ছাড়া ‘নন্দিনী’ সিনেমাতে ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ আরও অনেকেরই অভিনয়ের কথা রয়েছে।

প্রসঙ্গত, কয়েক বছর আগে ‘চোরাবালি’ দিয়ে ঢাকাই সিনেমাতে অভিষেক হয়েছিল ইন্দ্রনীলের। এরপর মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ সিনেমাতে অভিনয় করেন তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি