ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও তৈমুর আলীর ছবি ভাইরাল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ১৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের কোনো ছবিতে এখনো অভিনয় করেননি তৈমুর আলী খান। তারপরও সে যে রকম ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায় তারা মা বাবা সাইফ আলী খান ও মা কারিনা কাপুরও হননি এতটা। সম্প্রতি আবারও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তৈমুরের ছবি। বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, এবার বাবা সাইফ আলীর সঙ্গে তৈমুরের তোলা ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়।

তৈমুরকে তারা বাবা সাইফ আলীর সঙ্গে বাগানে খেলতে দেখা গেছে। রবিবারের ছুটির দিনটা বেশ মজা করেই ছেলের সঙ্গে কাটিয়েছেন সাইফ। তবে তৈমুরের ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হওয়া মোটেই মেনে নিতে পারছেন না নানা রণধীর কাপুর। এত কম বয়সে প্রতিদিন নাতির ছবি কাগজে দেখে তিনি একহাত নিয়েছিলেন পাপারাজ্জিদের। তৈমুরের বাড়ির নিচে সারাক্ষণ ফোটোগ্রাফাররা বসে থাকে কি না, প্রশ্ন ছিল তাঁর। কিন্তু তৈমুরের মিডিয়ায় ছবি বের হওয়া নিয়ে কোনো আপত্তি তোলেননি সাইফ আলী খান কারিনা কপুর। বরং তাঁরা প্রকাশ্যে জানিয়েছিলেন, তৈমুরকে স্বাভাবিকভাবে বড় করে তুলতে চান।

বর্তমানে গৌরব কে চাওলার পরিচালনায় ‘বাজার’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন সাইফ। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং ও রাধিকা আপ্তে। চলতি বছরের ২৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি