আবারও পরীক্ষামূলকভাবে মিসাইল নিক্ষেপের চেষ্টা উত্তর কোরিয়ার
প্রকাশিত : ১১:১৬, ৩১ মে ২০১৬ | আপডেট: ১১:১৬, ৩১ মে ২০১৬
জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও পরীক্ষামূলকভাবে ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপের চেষ্টা চালায় উত্তর কোরিয়া। তবে এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে মিসাইল নিক্ষেপের চেষ্টা চালায় উত্তর কোরিয়া। তবে শেষ পর্যন্ত এ চেষ্টা ব্যর্থ হয়। এ নিয়ে গেল দুই মাসে চার বার মিসাইল নিক্ষেপের চেষ্টা চালায় উত্তর কোরিয়া। এদিকে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষাকে কেন্দ্র করে আগেই সতর্ক অবস্থান নিয়ে আছে জাপানের নৌবাহিনী। চলতি বছরের জানুয়ারিতে পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ চালালে বিশ্বজুড়ে নিন্দার মুখে উত্তর কোরিয়া।
আরও পড়ুন