ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আবারও প্রশ্নবিদ্ধ হাফিজের বোলিং-অ্যাকশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:২১, ২০ অক্টোবর ২০১৭

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আবারও প্রশ্নবিদ্ধ হলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এই নিয়ে তিনবার ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হলেন তিনি।

গত বুধবার আবুধাবিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে হাফিজের বোলিং অ্যাকশন দেখে সন্দেহ হয় আম্পায়ারদের। ম্যাচে ৮ ওভারে ৩৯ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছিলেন তিনি। অবশ্য আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানালেও চলতি সিরিজে বোলিং করে যেতে আপত্তি নেই। এই সিরিজের বাকি দুই ম্যাচেও তাই বল হাতে দেখা যাবে হাফিজকে।

তবে আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে মোহাম্মদ হাফিজকে। সেখানে বোলিং ত্রুটিযুক্ত প্রমাণিত হলে বোলিং থেকে নিষিদ্ধ হবেন এই ক্রিকেটার। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে হবে হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা। এর আগ পর্যন্ত বোলিং করতে বাধা নেই হাফিজের।

সূত্র: ক্রিকবাজ

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি