ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

আবারও বর্ণবিদ্বেষী মন্তব্য ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৯ জুলাই ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বর্ণবিদ্বেষী বক্তব্য দিয়ে চলেছেন। এবার মন্তব্য ছুঁড়েছেন মার্কিন কংগ্রেসের আফ্রো-মার্কিন সদস্য অ্যালাইজা কামিংসকে লক্ষ্য করে। 

এক টুইট বার্তায় ট্রাম্প ‘বিরক্তিকর, ইঁদুরভরা আবর্জনার স্তূপ’ এ রকম শব্দ ব্যবহার করেছেন।

টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই সদস্য যে জেলা থেকে এসেছেন সেই বল্টিমোর ‘বিরক্তিকর, ইঁদুরভরা আবর্জনার স্তূপ’ ছাড়া আর কিছুই নয়। কামিংসের অপরাধ, তিনিও মেক্সিকো সীমান্তের পরিস্থিতি নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সরব হয়েছিলেন। 

ট্রাম্প বলতে চেয়েছেন, মার্কিন সীমান্তের তুলনায় আরও খারাপ অবস্থা বল্টিমোরের এবং কৃষ্ণাঙ্গ-প্রধান এই জেলা খুবই বিপজ্জনক। কামিংস-সহ বল্টিমোরের সব বাসিন্দাই এতে ক্ষুব্ধ হন ট্রাম্পের উপরে।

অ্যালাইজার সমর্থনে বল্টিমোরের মেয়র জ্যাক ইয়ং বলেছেন, আমাদের দেশের রাজনৈতিক নেতা এভাবে একটা প্রাণবন্ত শহরকে কলঙ্কিত করছেন, এটা মেনে নেওয়া যায় না।

ডোনাল্ড ট্রাম্পের বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। সমকালীন রাজনীতি নিয়ে তাকে খুব একটা মন্তব্য করতে দেখা যায় না। কিন্তু এ বিষয়ে চুপ নেই তিনিও।

সম্প্রতি ট্রাম্প মার্কিন কংগ্রেসের চার অ-শ্বেতাঙ্গ মহিলাকে বলেছেন, ‘যেখান থেকে এসেছেন, সেখানেই ফিরে যান।’ 

এ রকম বর্ণবিদ্বেষী আক্রমণের প্রতিবাদে সরব হয়েছেন ১৪৮ জন আফ্রো-মার্কিন নাগরিকও।

মার্কিন প্রেসিডেন্ট গত বছর শরণার্থী শিশুদের বাবা-মায়ের থেকে আলাদা করে দেওয়ার নীতি কার্যকর করতে চেয়েছিলেন যা নিয়ে আমেরিকায় প্রতিবাদও হয়েছে।

এএইচ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি