ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

আবারও বাড়ল মূল্যস্ফীতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৭:৫৪, ৭ নভেম্বর ২০২৪

আবারও বেড়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি । চলতি বছরের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি কমলেও গত অক্টোবর মাসে আবারও বেড়েছে মূল্যস্ফীতি।  সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। তবে নিম্নমুখী খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে, গত সেপ্টেম্বর মাসে যেটি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
 
চলতি বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বর মাসে কিছুটা কমলেও অক্টোবরে আবার বেড়েছে। এ মাসে খাদ্যমূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। অক্টোবরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। সেপ্টেম্বর মাসে যেটি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।

আরও পড়ুন: মূল্যস্ফীতি কমাতে আরেক দফা বাড়ল নীতি সুদহার
 
এদিকে সেপ্টেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫০ শতাংশ থাকলেও অক্টোবর মাসে সেটি কমে ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে।
 
এছাড়া অক্টোবর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ১ দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ২৬ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৭৫ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৬ শতাংশ।
 
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০৬ শতাংশ।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি