ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও বাড়ল সোনার দাম, গড়ল নতুন রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ৩৩ টাকা। এর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এর আগে, ১৩ এপ্রিল রাতে সোনার দাম কমিয়ে ভরিপ্রতি ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। বুধবার রাত পর্যন্ত সেই দামেই সোনা বিক্রি হয়েছে। তবে নতুন দামের তালিকায় ২১ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারেও সোনার দামে অস্থিরতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রেক্ষাপটে এই অস্থিরতা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৩০০ ডলার ছুঁয়েছে, যা বিশ্ববাজারে নতুন রেকর্ড।

তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজুসের তথ্যমতে, ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকা আগের দামেই বিক্রি হচ্ছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি