ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও যমজ সন্তান সেলিনার, মারা গেছে একজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:২১, ১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

দশমীর দিন ফেসবুকে নিজের জীবনের এক গভীর শোকের কথা শেয়ার করেছেন সেলিনা জেটলি। মা দুর্গার কৈলাশে ফিরে যাওয়ার দিন সন্তান হারানোর শোক তাঁর ফ্যানেদেরকে জানিয়েছেন সেলিনা।

সেলিনা যে অন্তঃসত্ত্বা, তা সকলেরই জানা ছিল। অভিনেত্রী নিজেই তাঁর প্রেগন্যান্সির সময়ের ছবি পোস্ট করেছিলেন। কিন্তু দ্বিতীয়বার যমজ সন্তানের জন্ম দিয়েও এক সন্তানকে হারাতে হয়েছে তাঁকে। সে কথা জানিয়েই একটি ফেসবুক পোস্ট করেছেন নায়িকা।

সেলিনা লিখেছেন, ‘বৃষ্টিতে আমরা রামধনু খুঁজি, অন্ধকারে খুঁজি তারাদের। … ঈশ্বরের কৃপায় এবারেও ১০ সেপ্টেম্বর দুবাইতে দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। আর্থার জেটলি হাগ ও শামসের জেটলি হাগ। কিন্তু জীবন যেভাবে ভাবা হয় সব সময় সে পথে চলে না। শামসের হৃদরোগে মারা গিয়েছে …।’

সেলিনা লিখেছেন, ‘হৃদয় ভেঙে গিয়েছে আমাদের। তবু আমরা ভাগ্যবান কারণ তার একটা অংশ আর্থারের মাধ্যমে এখনও আমাদের সঙ্গে রয়েছে। আর্থারের মুখ সব সময় আমাদের মনে করাবে সেই দেবদূতের কথা …।’

পাঁচ বছর আগে সেলিনা জন্ম দিয়েছিলেন যমজ সন্তানের— উইনস্টন ও বিরাজ।

এবারও তিনি মা হয়েছেন যমজ পুত্রসন্তানের। আর্থার ও শামসের। কিন্তু হৃদরোগের কারণে বাঁচানো যায়নি শামসেরকে।

জীবনের এমন অচেনা শোকের মধ্যে হয়তো সান্ত্বনা খুঁজছেন সেলিনা ও তাঁর স্বামী পিটার হাগ। সে কারণেই ফেসবুকের মাধ্যমে ফ্যানেদের কাছে নিজের মনের কথা জানিয়ে একটু হালকা হতে চেয়েছেন এ নায়িকা।

সূত্র : আনন্দবাজার

 

এসএ/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি