ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে আরও প্রকোপ বেড়েছে করোনার। ফলে নতুন করে রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। গত একদিনে প্রায় ৫ লাখ মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা সোয়া ৪ কোটির দোরগোড়ায়। একইসঙ্গে আরও সাড়ে ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। যদিও সুস্থতার সংখ্যা আগের তুলনায় কিছুটা বেড়েছে, তবে সংক্রমণের তুলনায় তা অর্ধেক। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৭৫৭ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৫২ জনে। নতুন করে ৬ হাজার ৫২৬ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৪৮ হাজার ৬৯৮ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ১৪ লাখ ১৭ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন প্রায় ২ লাখ ৪০ হাজার রোগী। 

ভোটের আমেজের মধ্যেই গত একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।  যার সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৪৬ হাজার ৯৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৯ হাজার ২৮৪ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ১৩ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৯৯২ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৩ লাখ ৫৫ হাজার ৬৫০ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৫২৮ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী  ১৪ লাখ ৮১ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৫২৫ জন।

ইউরোপীয় অঞ্চলের দেশগুলোতে মাঝে কিছুটা স্থির হলেও সেখানে আবারও নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মধ্যে  শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম ওঠা স্পেনে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১১ লাখ ১০ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৪ হাজার ৭৫২ জনের।  

ছয়ে থাকা আর্জেন্টিনায় ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৩৩৮ জনের।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দ্বিতীয়বার আঘাত হানার পর সর্বোচ্চ। এতে করে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪১ হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে ২৯৮ জনসহ প্রাণহানি ঘটেছে ৩৪ হাজার ৫০৮ জনের। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন।  এর মধ্যে ৩ লাখ ১২ হাজার ৬৫ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৭৬১ জনের।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি