ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আবারো কেনিয়ার প্রেসিডেন্ট হলেন কেনিয়াট্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ৩১ অক্টোবর ২০১৭

পূন: নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে আবারো কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উহুরু কেনিয়াট্টা। জালিয়াতির অভিযোগ এনে প্রধান বিরোধী দল অবশ্য এ নির্বাচন প্রত্যাখান করেছে। 

মাসব্যাপি বিভিন্ন নাটক ও মারাত্মক সহিংসতার কারণে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনকে বাতিল করে দেশটির সুপ্রীম কোর্ট। সে নির্বাচনেও কেনিয়াট্টা জয় পেয়েছিলেন।

গত সপ্তাহে তাই পূনরায় দেশটির প্রেসিডেন্ট অনুষ্ঠিত হয়। নির্বাচনে শতকরা ৯৮.২৫ ভাগ ভোট পেয়েছেন কেনিয়াট্টির দল। সোমবার কেনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইলেক্ট্ররাল অ্যান্ড বাউন্ডারিজ কমিশন (আইইবিসি) এ ঘোষণা দেয়। 

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৭২ বছর বয়সী বিরোধী দলীয় নেতা রাইলা ওডিঙ্গার দল নির্বাচনে মাত্র ০.৯৬ শতাংশ ভোট পেয়েছে।

আইইবিসি`র তথ্য মতে, দেশের মোট ভোটারের মাত্র ৩৮ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আইইসিসি’র চেয়ারম্যান ওয়াফুলা চেবিকাতি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচনের ফলাফলে জালিয়াতির করা হয়েছে বলে জানান অডিঙ্গা। তার অনুসারীদের নির্বাচন প্রত্যাখান করতেও আহবান জানান তিনি।

অডিঙ্গার ন্যাশনাল সুপার অ্যালায়েন্স (নাসা) সহ বিরোধী দলগুলো যদি নির্বাচনের  ফলাফলের বিষয়ে আইনি চ্যালেঞ্জ নিতে চায় তাহলে সাত দিনের মধ্যে নিতে হবে। আদালত সাধারণত এ ধরনের অভিযোগের ক্ষেত্রে ১৪ দিনের মধ্যে রুল জারি করে।

সূত্র : সিএনএন

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি