ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ১১ মার্চ ২০২৪

ভ্লাদিমির পুতিন এ সপ্তাহান্তে আরো ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। খবর এএফপি’র।

১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা পুতিন যেকোন ধরনের বিরোধীতা এবং ভিন্নমতকে দমন করেন। নির্বাচনের ফলাফল তার পক্ষে থাকা নিশ্চিত করতেই তিনি এমন পদক্ষেপ গ্রহণ করেন।

১৫ থেকে ১৭ মার্চের নির্বাচনে বিজয় ভ্লাদিমির পুতিনকে কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত ক্রেমলিনের ক্ষমতায় থাকার সুযোগ করে দেবে। আর এর মধ্যদিয়ে তিনি ক্যাথরিন দ্য গ্রেটের পর সবচেয়ে বেশিদিন ধরে রাশিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ক্যাথরিন দ্য গ্রেট অষ্টাদশ শতাব্দীতে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

আর এ ভোট এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন কেজিবি’র সাবেক এ এজেন্টের আত্মবিশ্বাস চরমে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি