আবাসন খাতে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি রিহ্যাবের
প্রকাশিত : ১৮:৫৩, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১০ এপ্রিল ২০১৬
দশ বছরের জন্য আবাসন খাতে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।
রোববার সকালে রাজধানীতে আসছে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ব্যবসায়ী নেতারা। সেসময় বাজেটে আবাসন খাতের জন্য সব ধরণের কর কমিয়ে ফ্ল্যাটের দাম কমানোর বিষয়ে সহায়তা দিতেও সরকারের প্রতি আহবান জানায় রিহ্যাব। সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আল-আমিন বলেন, গেল তিন দশকের মধ্যে সবচেয়ে মন্দা সময় পার করছে আবাসন খাত। ৯০ শতাংশ প্রতিষ্ঠানই নতুন প্রকল্প হাতে নেয়া বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন