ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবু সাইদ হত্যা মামলা: রিমান্ড শেষ না হতেই দুই আসামী কারাগারে

রংপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রধান দুই আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই আদালতে নিয়ে আসা এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদেক্ষপ না নেয়ায়  পিবিআই এর তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবীরা। 

আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান দুই আসামী এএসআই আমীর আলী কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আজ বৃহসপতিবার সন্ধা ৬ টায় রংপুর মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট তাজহাট আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামানের আদালতে হাজির করা হয়।

শুনানী শেষে তাদের দুই আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে ৪ দিনের রিমান্ডে নিয়ে একদিন আগেই তড়িঘড়ি আদালতে হাজির করে তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি না নিয়ে আদালতে হাজির করিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় বাদী পক্ষের আইনজিবীরা সন্দেহ ও বিস্ময় প্রকাশ করেছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি