ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবেদনময়ী কুসুম শিকদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কুসুম শিকদারকে সবাই নাট্যাভিনেত্রী হিসেবেই চেনে। অভিনয় নিয়ে বহু দর্শকের মন জয় করেছেন কুসুম। এবার তাকে দেখা যাবে গানের ভিডিওতে। নিজের লেখা গানের ভিডিওচিত্রটি বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতে কুসুমকে দেখা গেছে ‘হট’ ও ‘আবেদনময়ী’ একজন। এমন কুসুম সিকদারকে আগে কখনো দেখা যায়নি।
‘নেশা’ শিরোনামের এই গানটিতে কুসুমের সঙ্গে মডেল হয়েছেন র‌্যাম্প মডেল সুজন।


১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল কুসুমের প্রথম একক অ্যালবাম। এত দিন পর নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, বছর দুয়েক ধরে নতুন করে গাইবার তাড়না অনুভব করছিলাম। ‘নেশা’ গানটি রেকর্ডিংয়ের কিছু ভিডিও ফেসবুকে প্রকাশ করেছিলাম। ভেবেছিলাম, দেখি তো সবাই কী বলে। দেখলাম, সবাই বেশ আগ্রহী হয়।
তারপর গানটি নিয়ে আশাবাদী হই। হৃদয় খানের সংগীতায়োজনে কুসুমের গানের ভিডিও নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী। দৃশ্যধারণ করা হয়েছে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে।


বহুমুখী প্রতিভার অধিকারী কুসুমের কবিতার বই ‘নীল ক্যাফের কবি’ বের হয় ২০১৫ সালে। কুসুম তখন জানিয়েছিলেন, গানে মনোযোগী হবেন। নিজের লেখা সেই গানটির ভিডিওচিত্র শেষ পর্যতন্ত প্রকাশিত হয়েছে।
//এআর



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি