আমলার সেঞ্চুরি, বড় সংগ্রহের দিকে দ. আফ্রিকা
প্রকাশিত : ১৬:০৪, ৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:০৪, ৭ অক্টোবর ২০১৭
বৃষ্টির কারণে প্রায় আধাঘন্টা পর শুরু হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে আজ খেলা শুরু করে প্রোটিয়ারা। ৮৯ রানে অপরাজিত থাকা হাশিম আমলা দিনের শুরুতেই তোলে নেন সেঞ্চুরি।
টেস্ট ক্যারিয়ারে এটি আমলার ২৮তম সেঞ্চুরি। প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৪৫৮ রান। ডু প্লেসিস অপরাজিত আছেন ৭৯ রানে। বড় সংগ্রহের দিকেই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
গতকাল সেঞ্চুরি পেয়েছেন এইডেন মার্করাম (১৪৩) ও ডিন এলগারও (১১৩)।
শুভাশিষ রায় ২টি ও রুবেল হোসেন ১টি উইকেট নেন।
এমআর/এআর