ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমাজন অভিযানের গানের চমক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৩৫, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চলতি বছরের আলোচিত টালিউডের সিনেমা ‘আমাজন অভিযান’। বড় পোস্টার প্রকাশ, প্রচারণার অভিনব সব স্টাইল দিয়ে এরইমধ্যে সিনেমাটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গেছে, আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। এর আগে দর্শকদের চমক দিয়েছে সিনেমাটির টিজার। এবার দেখা গেছে সিনেমাটির গান। ‘চলো না যাই’ শিরোনামের গানটি এরইমধ্যে সাড়া ফেলেছে। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে প্রসেনের কথায় গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

সিনেমাটি মুক্তির আগে থেকেই রয়েছে আলোচনায়। কেউ কেউ দাবি করছেন এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা ব্যবসা সফল ‘বাহবলী’কেও ছাড়িয়ে যাবে। ২০১৩ সালে মুক্তি পাওয়া দেবের সুপারহিট চলচ্চিত্র ‘চাঁদের পাহাড়’র সিক্যুয়েল এই সিনেমা।

ছবির প্রযোজনা সংস্থা শ্রী ভিঙ্কটেশ ফিল্মস। এর পরিচালক কমলেশ্বর মুখার্জী গণমাধ্যমে বলেছেন, প্রায় ২৫ কোটি টাকা বাজেটের ‘আমাজন অভিযান’ বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া এবং অসমিয়া ভাষায় মুক্তি পাবে।

সূত্র : জি নিউজ

গানটির ভিডিও দেখতে ক্লিক করুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি