ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আমানতকারীদের নিরাপত্তায় নতুন আইন প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত : ১৯:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২১, ২৯ সেপ্টেম্বর ২০১৬

বেসরকারি ব্যাংকের একিভূতকরণ এবং আমানতকারীদের নিরাপত্তায় নতুন আইন প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিকেলে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ইলেক্টনিক ব্যবস্থায় সরকারি ক্রয়ে ব্যাংকের ভূমিকা শীর্ষক সেমিনারে এ’কথা বলেন তিনি। সরকারি ক্রয় বা টেন্ডার প্রক্রিয়ায় ধীর গতির পাশাপাশি অনিয়ম, অপচয় এবং দুর্নীতি ঠেকাতে এ ব্যবস্থাকে অনলাইনে আনা হয়েছে। এতে সরকারের কাজে গতি বাড়বে বলে আশা বিশ্বব্যাংকের। তবে, এক্ষেত্রে ব্যাংকের ভূমিকা স্মরণ করিয়ে দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। পরিকল্পনামন্ত্রী বলেন, ভবিষ্যতে সরকারের সব ক্রয় এবং টেন্ডারই ইলেক্টনিক প্রক্রিয়ায় হবে। এ’সময় ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও কথা বলেন তিনি। এ’সময় ইজিপির মোবাইল অ্যাপসও উদ্বোধন করেন মন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি