ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আমার কোনো নেতাকর্মী সংঘর্ষে জড়িত নয়: নানক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১০ নভেম্বর ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রাজধানীর মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনায় আমার নিজের কোনো নেতা-কর্মী জড়িত নন।

রাজধানীর হাউজিংয় এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে শনিবার সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পিকআপ ভ্যানের চাপায় দুই কিশোর মারা যান। ওই সংঘর্ষে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের কর্মীরা জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর কবির নানক বলেন, ঘটনাটি সাদেক খানের সমর্থকদের মিছিলে বিশৃঙ্খলা থেকে সৃষ্ট। সাদেক খানের মিছিলে আনা পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে তার দুই সমর্থক নিহত হয়েছে। ঘটনাস্থলে আজ আমার কোনো কর্মী-সমর্থকদের মিছিল ছিল না। সুতরাং সংঘর্ষের ঘটনাটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।

তিনি আরও বলেন, ‘দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় আমাকে জড়ানো হয়েছে। এতে আমি বিব্রত ও অসহায় বোধ করছি। অনলাইন পোর্টাল ও টেলিভিশনে আমাকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা ভিত্তিহীন। আমি আশা করি, গণমাধ্যমগুলো ভুল সংবাদ সংশোধন করে প্রকৃত তথ্য উদঘাটন করবে।’

পুলিশের ভাষ্যের বরাত দিয়ে নানক বলেন, ‘স্থানীয় পুলিশ জানিয়েছে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’ তারপরও অনিশ্চিত তথ্যের ওপর নির্ভর করে গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি